বাউফলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৫

মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ‘গৌরব ঐতিহ্য সংগ্রাম’ শীর্ষক এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টায় বাউফলের কালাইয়া বাজার কলেজ রোডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস.এম. আসিফুর রহমান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহামুদ মঞ্জু, কালাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মাতুব্বর, বাউফল উপজেলা শ্রমিক দলের ১নং যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ, বিএনপির বাউফল উপজেলা সদস্য কামাল হোসেন ফিরোজ, বাউফল পৌর বিএনপির দপ্তর সম্পাদক শহিদ, বাউফল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক হিরন জমাদ্দার, এবং বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আলী রিপন প্রমূখ।

অনুষ্ঠানটি কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দলটির গৌরবময় ইতিহাস ও সংগ্রামী চেতনাকে স্মরণ করেন এবং এর নীতি ও আদর্শ বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড