বরিশালে আ. লীগ নেতা হালিম গ্রেপ্তার

News News

Desk

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

অনলাইন ডেস্ক : জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অন্যতম সহযোগী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সিএ্যান্ডবি পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর জুলাই-আগস্টের ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হালিম রেজা মোফাজ্জালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড