বাউফলে মেধাবী ৩৫ শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার বিতরন News News Desk প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫ মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২০২৩ সালের সেরা ৩৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের *পারফরমেন্স বেজড স্কিম* এর আওতায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৬ জুলাই) দুপুরে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে সমাপণী পুরস্কার, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) *আমিনুল ইসলাম*। তিনি বলেন, “মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।” জেলা শিক্ষা অফিসার *মুহাম্মদ মজিবর রহমান* এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার *মু. আবু হানিফ*, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক *নার্গিস আক্তার জাহান* এবং একাডেমিক সুপারভাইজার *নুরুন্নবী*। এছাড়াও, স্থানীয় বাউফল প্রেসক্লাবের সভাপতি *জলিলুর রহমান* ও সম্পাদক *জসিম উদ্দিন* অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন,এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা দেবে।” অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এই পুরস্কার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রতি সরকারের অব্যাহত সমর্থনের ইঙ্গিত প্রকাশ পেয়েছে বলে মনে করেন উপস্থিত বিশ্লেষকরা। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড