অবশেষে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি News News Desk প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ অনলাইন ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে সম্প্রতি বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার এক পডকাস্টে অংশ নিয়ে গুজবের জবাব দিয়েছেন এই জনপ্রিয় দম্পতি। বারাক ওবামা মজার ছলে বলেন, ‘সে (মিশেল) আমাকে ফেরত এনেছে!’ আর মিশেল স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘আমার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির কথা কখনো ভাবিনি।’ সিএনএনের খবরে জানানো হয়, পডকাস্টটিতে ওবামা দম্পতি তাদের সম্পর্কের উত্থান-পতন, জীবনযাত্রা ও মিডিয়া-চাপ নিয়ে খোলামেলা আলোচনা করেন। বারাক ওবামা বলেন, ‘হ্যাঁ, কিছুটা সময় আমাদের সম্পর্ক ‘টাচ অ্যান্ড গো’ ছিল। তবে আমরা সবসময় চেষ্টা করেছি একে অন্যকে বুঝতে। মিশেল ওবামা দৃঢ়ভাবে বলেন, ‘আমাদের বিবাহিত জীবনের একটাও মুহূর্ত এমন আসেনি, যখন আমি ভেবেছি বারাককে ছেড়ে দেবো। কঠিন সময় গেছে, তবে আমরা একসঙ্গে ছিলাম এবং থাকবো। জীবনে অনেক আনন্দ, দুঃসাহসিকতা ও চ্যালেঞ্জ এসেছে— সবকিছুর মধ্যেই আমাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে। বিচ্ছেদের গুজব আরও জোরালো হয় যখন মিশেল ওবামা একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন, যেমন ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ও সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া। তবে মিশেলের ব্যাখ্যায় স্পষ্ট হয়, তাদের অনুপস্থিতি মানেই দাম্পত্যে ফাটল নয়। পডকাস্টের সহ-উপস্থাপক ও মিশেলের ভাই ক্রেইগ রবিনসন বলেন, ‘তোমাদের দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে।’ জবাবে মিশেল বলেন, ‘হ্যাঁ, কারণ আমরা একসঙ্গে না থাকলেই সবাই ভাবে, আমরা ডিভোর্স করে ফেলেছি!’ ১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বারাক ও মিশেল ওবামা। তাদের দুই কন্যা— মালিয়া ও সাশা। বর্তমানে ষাটের কোঠায় থাকা এই দম্পতি ব্যক্তিগত জীবনকে সামাজিক মাধ্যমে না তুলে ধরায় নানা ভুল ধারণা ছড়ায় বলে মন্তব্য করেন মিশেল। তিনি বলেন, ‘সবাই চায় আমরা যেন প্রতি মুহূর্ত ইনস্টাগ্রামে দেই। কিন্তু আমরা সেটা না করলেই ধরে নেয় আমাদের বিয়ে ভেঙে যাচ্ছে।’ হাস্যরসের সুরে মিশেল বলেন, ‘আমি খুশি যে বারাকের সঙ্গে আমার কোনো ছেলে হয়নি। কারণ সে আরেকটা ‘বারাক’ হয়ে যেতো!’ ওবামা দম্পতির এই খোলামেলা বক্তব্য বিচ্ছেদের গুজবে ইতি টেনে আবারও প্রমাণ করল— ভালোবাসা ও পারস্পরিক সম্মানই দীর্ঘস্থায়ী সম্পর্কের মূলভিত্তি। SHARES আন্তর্জাতিক বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড