বরিশাল নথুল্লাবাদে ট্রাকের চাপায় পিষ্ট হলেন মা, বেঁচে গেল কোলে থাকা শিশু

News News

Desk

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়

অনলাইন ডেস্ক : বরিশালে ট্রাকের চাকার নিচে পড়ে মায়ের মৃত্যু হলেও বেঁচে গেছে কোলে থাকা ১৩ মাস বয়সী শিশু কন্যা।

দুই সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে বাবার বাড়ির উদ্দেশে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাসুমা খাতুন (২৮) নগরের ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমানের স্ত্রী।

নিহতের স্বজন আদনান অলি জানান, বাড়ি থেকে চাচার সঙ্গে মোটরসাইকেলে দুই সন্তানকে নিয়ে নগরের টেক্সটাইল এলাকায় বাবার বাড়ির উদ্দেশে রওনা দেয় চাচি।

নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে পৌঁছালে একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে।

একই সময় বেপরোয়া গতির ট্রাকটি এসে পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ১৩ মাস বয়সী শিশু কন্যাকে নিয়ে চাচি মাসুমা খাতুন রাস্তায় পড়ে যায়।

তখন ট্রাকটি তার মাথা পিষে দেয়। এতে ঘটনাস্থলে চাচির মৃত্যু হয়। তবে অক্ষত রয়েছে শিশু কন্যা।

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার বলেন, ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালক সাইফুল ইসলামকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। মরদেহ উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।