চন্দ্রদ্বীপ ডেস্ক : বরিশাল জেলার উজিরপুরে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উজিরপুরের শিকারপুর ইউনিয়নে ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বপন হাওলাদারের দুই বছরের শিশু ইসমাইল বাড়ির উঠানে খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায় না।
পরে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ মাদার্শী গ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

