কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

News News

Desk

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪

চন্দ্রদ্বীপ ডেস্ক : বরিশাল নগরীতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যাত্রী।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে নগরীর রূপাতলী র‌্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক জানান।

নিহত মো. রিয়াজ উদ্দিন সুমন (৪৫) নগরীর নিউ ভাটিখানা রোডের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে।

আহত আরোহী মো. বেল্লাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, সুমন ও বেল্লাল মোটরসাইকেলে নগরীর কালিজিরা ব্রিজ থেকে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়েছে জানিয়ে ওসি বলেন, নিহতের লাশ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবার আবেদন করেছে।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড