বরিশাল নগরের বর্মন রোডে অগ্নিকাণ্ডে পুড়েছে ২ বসতঘর

News News

Desk

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪

চন্দ্রদ্বীপ ডেস্ক : নগরের বর্মন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টায় আগুনে দুটি টিনসেট ঘর পুড়ে ছাই হয়েছে।

আব্দুল ছালেক খানের মালিকানাধীন টিনসেট ঘর দুটি পুরে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভাড়াটিয়ারা।

ভাড়াটিয়া হানিফ ও ইবরাহীম জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার পর তাৎক্ষণিক তা ছড়িয়ে পরে। এতে ঘরের সব মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড