বরিশালে যৌথ অভিযানে ৩৫ মণ জাটকাসহ জাল জব্দ

News News

Desk

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

অনলাইন ডেস্ক : জেলার বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে যৌথভাবে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়েছে।

আড়িয়াল খাঁ নদ ও কমিশনার চর, কামারচর এলাকায় এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দকৃত জাটকা মোবাইল কোর্টের মাধ্যমে ১৩টি এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা রহমান।

তিনি আরও জানান, অভিযানে প্রায় সাত লাখ টাকা মূল্যের একটি পাই জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া একটি ট্রলার, লোহার অ্যাংকর ও ড্রাম নিলামে বিক্রি করে ৫৪ হাজার ৩০০ টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলেও উপজেলার সন্ধ্যা নদীর রাকুদিয়া ও গুচ্ছ গ্রাম কালীবাড়ি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম