বরিশালের আগৈলঝাড়ায় নামাজের সময় কথা বলা নিয়ে সংঘর্ষে আহত ১৭ News News Desk প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪ অনলাইন ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ায় মসজিদে জুমার নামাজের সময় কথা বলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রত্নপুর ইউনিয়নের পূর্ব রত্মপুর বেপারী বাড়ি জামে মসজিদে গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের বারান্দায় কথা বলেন রনি ও শাকিব বেপারীসহ কয়েক জন মুসল্লি। তাদের কথা বলতে নিষেধসহ গালমন্দ করে স্থানীয় বাসিন্দা প্রবাসী আনিচুর রহমান বেপারী। জুমার নামাজ শেষে রনি ও শাকিব বেপারী মসজিদ থেকে বের হলে আনিচ বেপারীর সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুলাল বেপারী (৫৫), মোহাম্মাদ আলী (৬০), রনি বেপারী (২১), জাহানারা বেগম (৫০), আব্দুল জলিল (৫৫), শাকিব বেপারী (১৮), আ. রব বেপারী (৬৫), সুমন বেপারী (৩২), রিপন বেপারী (৩১), সাগর বেপারী (১৬) শান্ত বেপারী (১৭), সুজন বেপারী (১৫), আনিচুর রহমান বেপারী (৪৫) আলামিন বেপারী (৩৭) ও শফিক বেপারীসহ (৪৭) উভয়পক্ষের ১৭ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আহত দুলাল বেপারী ও আনিচুর রহমান বেপারী পৃথকভাবে বাদী হয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে রত্নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, মসজিদের বাইরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মাদ জহিরুল ইসলাম জানান, রত্নপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ তদন্তে পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: