সাগর-রুনি হত্যা মামলার তদন্তে যতদিন সময় লাগে ততটুকু সময় দিতে হবে: আইনমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

অনলাইন ডেস্ক : সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার সঠিকভাবে দোষী নির্ণয় করতে, তদন্তে যতদিন সময় লাগে তাদেরকে ততটুকু সময় দিতে হবে জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, এই মামলাটি ব্যতিক্রমী। যেখানে অপরাধীকে ধরা যাচ্ছে না, তদন্ত শেষ করতে পারছেন না, অবশ্যই তাদেরকে সময় দিতে হবে।

তিনি বলেন, তাতে যদি ৫০ বছর সময় লাগে, তাহলে ৫০ বছর সময় দিতে হবে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সচিবালয় আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি একথা বলেন।

সাগর-রুনি হত্যা মামলার বিচারে কেন বিলম্ব হচ্ছে- এমন এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এই মামলায় (সাগর-রুনি) যদি পুলিশ তদন্ত শেষ না করতে পারে, তাহলে কি জোর করে সেই তদন্ত সমাপ্ত করে একটা চূড়ান্ত প্রতিবেদন কিংবা অভিযোগপত্র দেওয়ানো কি ঠিক? তাদের তদন্তে যতদিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করতে তাদেরকে ততটুকু সময় দিতে হবে, তাতে যদি ৫০ বছর লাগে, তাহলে ৫০ বছর সময় দিতে হবে।

তাহলে কি আমরা ৫০ বছর অপেক্ষা করবো এই রায়ের জন্য, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এই মামলাটি ব্যতিক্রমী। যেসব মামলায় অপরাধীকে ধরা গেছে, সেগুলোর বিচার তড়িৎ হচ্ছে। যেখানে অপরাধীকে ধরা যাচ্ছে না, তদন্ত শেষ করতে পারছেন না, অবশ্যই তাদেরকে সময় দিতে হবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম