ঝালকাঠির কাঁঠালিয়ায় ২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

News News

Desk

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪

অনলাইন ডেস্ক : ঝালকাঠির কাঁঠালিয়ায় ২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান ওরফে হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার বামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯৯৬ সালে বেতাগী থানায় মিজানুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এরপর থেকে দেশের বিভিন্ন জেলায় ভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করে পলাতক ছিলেন। র‍্যাবের সহযোগিতায় অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সূত্র : রাইজিংবিডি.কম