বরিশালে তীব্র শীতের প্রভাবে ভিড় বেড়েছে গরম পোশাকের দোকানে

News News

Desk

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪
ছবি : শাইখ শুভ

অনলাইন ডেস্ক : বরিশালে কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাসে তীব্র শীতে জেঁকে বসেছে। গত কয়েকদিন ধরে দখিনের এই জনপদে জেঁকে বসা শীতের মাঝে আকাশে সূর্যের দেখা তেমনভাবে মিলছে না।

মাঠে কৃষক জমি প্রস্তুত করলেও শীতের কারণে শ্রমিকরা বীজ ধান রোপণ করতে পারছে না।

নিম্নমধ্যবিত্ত পরিবার সদস্যরা শীতের কবল থেকে রক্ষা পেতে ভিড় করছেন সড়কের পাশের গরম পোশাকের দোকানগুলোতে। আবার শীতের কারণে লেপ-তোশক বানাতে মহাব্যস্ত সময় পার করছেন দোকানিরা।

সবমিলিয়ে বড় দোকান থেকে ফুটপাতের ছোট দোকানগুলোতে এখন বেচা কেনার ধুম পড়েছে। এ কারণে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা শহরের দোকান খুলে বসছেন ব্যবসায়ীরা। গ্রামের বিভিন্ন হাট বাজারেও পুরোনো শীতবস্ত্র বেচাকেনার বাজার বেশ জমে উঠেছে।

যদিও সাজানো দোকানের চেয়ে ফুটপাতের দোকানগুলোতে গরম পোশাকের দাম তুলনামূলক কম। আর তাই যেন ফুটপাতের দোকানে কাপড় কিনতে পেরে খুশি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবী পরিবারের লোকজন।

বাশাইল বাজারের মামুন বেডিং স্টোরের মালিক মামুন সর্দার জানান, শীতের মৌসুম শুরুর কারণে লেপ-তোশক তৈরি ও বিক্রি আগের চেয়ে বেড়েছে অনেক।