বরিশালের মেহেন্দিগঞ্জে দেড় যুগ পালিয়েও শেষ রক্ষা হলো না দণ্ডিত ধর্ষকের

News News

Desk

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪

অনলাইন ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রায় ঘোষণার ১৮ বছরের (দেড়যুগ) মাথায় রোববার (২১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক।

গ্রেপ্তার আসামি আ. বারেক মল্লিক (৬৭) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জালিরচর এলাকার মৃত আব্দুল মজিদ মল্লিকের ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, ধর্ষণের অভিযোগে করা মামলায় ২০০৬ সালে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায় ঘোষণার আগে থেকে পলাতক বারেক মল্লিক ঢাকা ও নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন।

তাকে গ্রেপ্তার করা মেহেন্দিগঞ্জ থানার এসআই মিঠু আহমেদ বলেন, রোববার বিশেষ কাজে জালিরচর গ্রামে এসেছিল বারেক মল্লিক। সকালে ঢাকা চলে যাওয়ার পরিকল্পনা ছিল। গোপনে এ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বারেক মল্লিককে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির বলেন, সাজা পরোয়ানায় তাকে জেলে পাঠানো হয়েছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড