ভোলার মনপুরায় গলায় ফাঁস দিয়ে বিধবা নারীর আত্মহত্যা News News Desk প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪ অনলাইন ডেস্ক : ভোলার মনপুরায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মানসিক প্রতিবন্ধী এক বিধবা নারী আত্মহত্যা করে। পুলিশ আত্মহত্যা করা ওই বিধবা নারীর মরদেহ উদ্ধার করে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের উত্তর সোনারচর ১ নং ওয়ার্ডের বাসিন্দা কালুদা রঞ্জন দাসের বাড়িতে এই ঘটনা ঘটে। আত্মহত্যা করা বিধবা নারী হলেন, রিনা বালা দাস (৪৭)। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উত্তর সোনার চর গ্রামের বাসিন্দা কালুদা রঞ্জন দাসের মেয়ে। এলাকাবাসী ও পিতা জানান, শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে শাড়ি গলায় পেঁচিয়ে ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মেয়েটির মানসিক সমস্যার কারনে স্বামী তালাক দেয়। এরপর থেকে মেয়ে আমার বাড়িে থাকে। চিকিৎসার পরও ভালো হয়নি। এর আগেও অনকেবার সে আতœহত্যা করতে চেষ্ঠা চালায়। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা মানসিক প্রতিবন্ধি এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড