ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনা, আটক ১ News News Desk প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪ অনলাইন ডেস্ক : ভোটের দিন কেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনায় ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলালকে (৬৩) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের কলেজ রোড এলাকার বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় র্যাব ৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র্যাব ৮ এর অধিনায়ক যোবায়ের আলম শোভন। তিনি বলেন, আনিসুর রহমান নির্বাচন বানচাল করার জন্য পরিকল্পনা করছিল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন বিরোধী প্রচারণা করছিল। এছাড়া নলছিটির বিভিন্ন কেন্দ্রে অগ্নিসংযোগ করে ভোটে বিঘ্নতা সৃষ্টি করতে চেয়েছিল। আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে আটক করি এবং অভিযোগের প্রমাণ পাই। তার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। SHARES আইন আদালত বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড