বরিশালে স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর উপরে হামলা, প্রান নাশের হুমকী

News News

Desk

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩
ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়

মেহেদী তামিম : বরিশাল সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের উপর হামলার ঘটনা ঘটেছে একই সঙ্গে তাকে প্রান নাশের হুমকীও দেয়া হয়েছে। এসময় সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গেলে ক্যামেরা ছিনতাইয়ের পাশাপাসি লাঞ্ছিত করার মত ঘটনা ঘটেছে।

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকাল ৩:৩০ টার দিকে উঠান বৈঠক শেষে ফেরার পথে,নৌকার নির্বাচনী কার্যালয়ের রাস্তার পাশে, চরমোনাই ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টারের নেতৃত্বে,

সাবেক সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের ফনী মৃধা, বেল্লাল শরীফ, শহীদ শরীফ, সেন্টু, জিহাদ মুস্নী, সহ আরও অনান্য নৌকার সমর্থিত নেতা কর্মীরা স্বতন্ত্র ট্রাক প্রার্থী সালাউদ্দিন রিপনের উপর হামলা চালায়,এবং প্রান নাশের হুমকী দেয়।

এমনকি ঘটনার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদেরকে লাঞ্ছিত ও তাদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। দৈনিক আলোকিত বরিশালের ফটোসাংবাদিক নাসির ও বরিশালের কন্ঠ পত্রিকার ফটোসাংবাদিক মিল্টন জানান,

আমরা ঘটনার ছবি তুলতে গেলে আমাদেরকে লাঞ্ছিত ও আমাদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালি, গালাজ করে নৌকার সমর্থিত প্রার্থীরা।

সালাউদ্দিন রিপন জানান, বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে উঠান বৈঠক শেষে ফিরে আসার পথে চরমোনাই ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নুরুল ইসলাম মাস্টারের নেতৃত্বে আমার উপর হামলা চালায় এবং আমাকে প্রান নাশের হুমকী দেয় এবং বলে তুই কার পারমিশনে চরমোনাই আইছো।

একপর্যায়ে পুলিশ ও স্হানীয় লোকজনের সহায়তায় আমাকে আমার গাড়িতে তুলে দেয়া হয়।এই বিষয় কোতয়ালী থানায় আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, আমরা পরিস্থিতি খারাপ দেখে তাৎক্ষণিক ভাবে ট্রাক মার্কার প্রার্থী সালাউদ্দিন রিপনকে তার গাড়িতে তুলে দেই,পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।