বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৪ আড়তকে জরিমানা

News News

Desk

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

শামীম আহমেদ : মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করার অভিযোগে বরিশাল নগরীর হাটখোলা পাইকারী পেঁয়াজ পট্টির চার আড়তকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

তিনি জানান, হঠাৎ পেয়াঁজের দাম বেড়ে যাওয়ার খবরে নগরীর পেঁয়াজপট্টির পাইকারি বিক্রির আড়তে অভিযানে গিয়ে দেখা যায়, মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ প্রমাণ পেয়ে চার আড়তকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

 


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড