বিএনপির যুগ্ম সম্পাদক আলাল ৫ দিনের রিমান্ডে

News News

Desk

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন রিমান্ডের এই আদেশ দেন।

এ দিন আলালকে আদালতে হাজির করে পল্টন থানার এসআই ফরহাদ মাতুব্বর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান।

রাজধানীর শাজাহানপুরের শহীদবাগ এলাকা থেকে আলালকে আটক করা হয় বলে জানায় বিএনপি। পরে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে পল্টন থানার এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড