রাজধানীর পৃথক এলাকা থেকে মির্জা আব্বাস সহ আলাল গ্রেফতার News News Desk প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩ অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দললের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত রাজধানীর শহীদবাগসহ পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতা করা হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলার আসামি মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আইন আদালত বিষয়: