বরিশালে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

অনলাইন ডেস্ক : পেশাগত দায়িত্ব পালনকালে ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিকদের ওপর হামলা ও এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল প্রেস ক্লাব। এতে একাত্মতা প্রকাশ করে বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা নিন্দনীয়। যারা এ ধরনের ন্যক্কারজনক হামলায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এখন টেলিভিশন বরিশাল ব্যুরো প্রধান ফেরদাউস সোহাগ, দেশ টিভির বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান নয়া দিগন্তের ব্যুরো প্রধান আজাদ আলাউদ্দিন, সময় টিভির ব্যুরো প্রধান অপূর্ব অপু, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

মানববন্ধনে বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, ন্যাশনাল ডেইলি ব্যুরো চীফ এশোসিয়েশন, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম ও বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন অংশ নেয়।