নাশকতার মামলায় ইশরাকের ছোট ভাইসহ রিমান্ডে ৬

News News

Desk

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া বাকি আসামিরা হলেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী, জহির হাসান, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।

এদিন তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রবিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বরের বাসা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন ও তাদের গাড়িচালক রাজিবকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড