ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ৯ জেলে আটক

News News

Desk

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

অনলাইন ডেস্ক : নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার চরফ্যাশনে মা ইলিশ শিকার করায় ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ইলিশ ও দুই হাজার মিটার জাল জব্দ করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার মুজিব নগর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, ২২ দিনের নিষেধাজ্ঞার পঞ্চমদিন সকাল থেকে তেতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে মাছ ও জালসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে জব্দরা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি জানান, গত ৫ দিনে জেলায় ৫৬ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ভোলা সদর থেকে ছয়জন, দৌলতখান থেকে একজন, চরফ্যাশন থেকে ৩৯ জন ও মনপুরা থেকে ১০ জন। আটকদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড, ৩০ জনের জরিমানা, ১২ জনের বয়স কম হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

সূত্র : বিডিক্রাইম