বরিশাল গৌরনদীতে যাত্রীবাহি পরিবহন উল্টে ডোবায়, নিহত ১

News News

Desk

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

অনলাইন ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকীর বেজগাতি নামক এলাকায় শনিবার (১৪ অক্টোবর) বেলা এগারোটার দিকে যাত্রীবাহি গোল্ডেন লাইনের একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের ডোবার পানিতে পরে গেছে।

এতে এক যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহি গোল্ডেন লাইনের একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে বেজগাতি এলাকার মহাসড়কের পাশের একটি ডোবার মধ্যে উল্টে পরে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাম্পের সাহায্যে ডোবার পানি সেচ করে দুপুরে পরিবহনের মধ্য থেকে আল-আমিন (২৮) নামের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আল-আমিন আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের বাসিন্দা।

ওসি আরও জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুত্বর আহত ১২ জন নারী, পুরুষ ও শিশুকে গৌরনদী উপজেলা ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।