বরিশালে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শুভ মহালয়া অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩ ছবি : শাইখ শুভ অনলাইন ডেস্ক : চন্ডিপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শনিবার (১৪ অক্টোবর) সকাল ৬টায় বরিশাল নগরীর স্ব-রোডের শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরে অগ্রগামী যুব সংঘের আয়োজনে মহালয়া উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৬টায় প্রদীপ প্রজ্জ্বলন ও উলুধ্বনীর মাধ্যমে মহালয়ার সূচনা হয়। বিশ্বনাথ রায়ের চন্ডিপাঠের সঙ্গে আগমনী সংগীত পরিবেশন করেন শ্রী কমল ঘোষসহ অন্যান্য শিল্পীরা। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন সুদীপ্ত ও চন্দ্রিমার শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ‘গীতিনাট্য’ দুর্গে দুর্গতিনাশিনী পরিবেশন করে তিলকস গ্রুপ। রাধা গোবিন্দ নিবাস পূজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র দে জানান, বরিশালে শারদীয় উৎসব ছড়িয়ে দিতে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ থেকেই শারদীয় দূর্গা উৎসব শুরু হয়েছে। এ ছাড়াও বরিশাল নগরীর হাসপাতাল রোডের অস্টোকনা লোকনাথ মন্দিরের আয়োজনে মহালয়া উৎসব অনুষ্ঠিত হয়। অপরদিকে নগরীর শংকর মাঠের উদ্যোগে নগর পরিক্রমা আয়োজন করা হয়। এবার বরিশাল জেলার ১০ উপজেলায় ৬০০টি এবং মহানগরে ৪৮টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। সূত্র : বিডিক্রাইম SHARES ধর্ম বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড