বরিশালের গুরুত্বপূর্ণ ৬ স্থানে এস্কেলেটর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

News News

Desk

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

অনলাইন ডেস্ক : বরিশালের ব্যস্ততম সড়ক নতুল্লাবাদ বাস টার্মিনাল, সরকারী হাতেম আলী কলেজ চৌমাথাসহ ৬টি গুরুত্বপূর্ণ স্থানে চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নগরীর সদর রোডে এই মানববন্ধনের আয়োজন করে নগরীর আগরপুর রোডস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাইমুর রহমান মিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া সেলিম, কাজী মিজানুর রহমান ফিরোজ, সুলতান মাহমুদ বাবুল, রেজাউল করিম বুলবুল, ইঞ্জিনিয়ার বদিউজ ছালাম রিয়াজ ও কামরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চল বিশেষ করে বিভাগীয় শহর বরিশালে যান চলাচল অনেক বেড়েছে। অপ্রশস্ত মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিভিন্ন শ্রেণি, পেশাজীবী ও শিক্ষার্থীদের জীবনহানী ঘটছে।

নগরীর অপ্রশস্ত সড়ক পারাপারে পথচারী বিশেষ করে সিনিয়র সিটিজেনদের ঝুঁকি বেড়েছে। জনগনের নিরাপদ চলাচলের জন্য এস্কেলটর ফুটওভার ব্রিজ স্থাপনের দাবি জানান তারা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন