পিরোজপুরের ভান্ডারিয়ায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ News News Desk প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩ অনলাইন ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়ায় ট্রালি-মোটরসাইকেল সংঘর্ষে মো. মিরাজ হাওলাদার (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মো. ইছাহাক আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় মো. নকিব হাসান (২২) ও লাভলু হাওলাদার (২২) গুরুতর আহত হয়। রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভান্ডারিয়া- চরখালী সড়কের ব্র্যাক অফিসের সামেন এ দুর্ঘটনা ঘটে। আহত নকিব হাসান জানান, মামা মিরাজ হাওলাদার আমাকে ও আমার চাচাতো ভাই লাভলু কে নিয়ে ট্রাক্টর মেশিন দেখার জন্য মোটর সাইকেলে রওয়া দিয়ে ব্র্যাক অফিসের সামেন গেলে ভান্ডারিয়া মুখি বালি টানার একটি ট্রালি আমাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে আমরা তিনজনই আহত হই। তবে মামার ডান হাত ও ডান পা ভেঙ্গে যায়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মামার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে প্রেরণ করে। সেখানে নিয়ে গেলে রাত ৯টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, মোটরসাইকেল-ট্রালির মুখোমুখি সংঘর্ষে মো. মিরাজ হাওলাদার নামে একজন নিহত হয়েছেন। ট্রলিটি আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : বিডিক্রাইম SHARES প্রচ্ছদ বিষয়: