পটুয়াখালীর দুমকিতে ৪০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

News News

Desk

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর দুমকিতে ৪০০টি ফেনসিডিল, মাদক বিক্রির ৬০ হাজার টাকাসহ মহসিন শেখ (৩৮) ও আলেয়া বেগম (৫৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দুমকি সাতানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই রাতেই তাদের দুমকি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দুমকি সাতানী এলাকায় অভিযান চালায়।

অভিযানে আবদুল মান্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও কোটালী পাড়া থানার উত্তর হিরণ গ্রামের মহসিন শেখ (৩৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের অপর দুই সহযোগী দৌড়ে পালিয়ে যান। পরে তাদের ঘর তল্লাশি করে ৪০০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।

সূত্র : বিডিক্রাইম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড