ডেঙ্গু : বরিশাল বিভাগে একদিনে আক্রান্ত ১৯৭, মৃত্যুশুন্য

News News

Desk

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তরা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৭৬ জন, পটুয়াখালীতে ৪১ জন, পিরোজপুরে ৩০ জন, ভোলায় ৪০ জন ও বরগুনায় ১০ জন।

এছাড়া বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১০৬৮ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে বরিশালে ৪১৬ জন, পটুয়াখালীতে ২০২ জন, ভোলায় ৮৪ জন, পিরোজপুরে ১৬৪ জন, বরগুনায় ১৮৬ জন ও ঝালকাঠিতে ১৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬ হাজার ২০৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ১৫ হাজার ৮৭ জন। এছাড়া গোটা বিভাগে ৫১ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে বরিশালে ৩২ জন, ভোলায় ৭ জন, বরগুনায় ৫ জন, পিরোজপুরে ৪ জন ও পটুয়াখালীতে ৩ জন।

সূত্র : বিডিক্রাইম

 


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড