দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই : কৃষিমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

অনলাইন ডেস্ক : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ৮৫ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে চরফ্যাশনে স্থাপিত হর্টি ও টিস্যু কালচার বাংলাদেশের কৃষিতে বিপ্লব হবে জানান কৃষিমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। সুষ্ঠু ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। জনগণ ভোট দিলে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। ভোট না দিলে ক্ষমতা ছেড়ে দিব।

বৃহস্পতিবার (৩১ অগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের আয়োজনে ব্রজগোপাল টাউন হলে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এর আগে দুপুর ১২টায় চরফ্যাশনের জাহানপুর ইউনিয়নে ২৫ একর জমিতে ৮৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে হর্টি কালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তি প্রস্থর করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এ সময় আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান ও ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড