গৌরনদীর আশোকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

News News

Desk

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত এবং ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবি আক্তার (৫২) জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সুন্দরগাঁও গ্রামের আকবর আলী হাওলাদারের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভাবি সোনিয়া বেগমের জন্য মহাসড়ক হয়ে ভ্যান যোগে খাবার আনতে যাচ্ছিলো ননদ রুবি আক্তার।

ভ্যানটি আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে ঢাকাগামী একটি বাস ওই ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানযাত্রী রুবি আক্তার (৫২) ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় ভ্যান চালক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ভ্যান চালক আলাউদ্দিন কাজীকে (৫১) উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা এই তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক বাস এবং এর চালককে আটকের চেষ্টা চলছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন