বানারীপাড়ায় সেপটিক ট্যাংক থেকে বালতি উঠাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

News News

Desk

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালের বানারীপাড়া উপজেলায় সেপটিক ট্যাংকিতে পড়ে যাওয়া বালতি উঠাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার উদয়কাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে বানারীপাড়া থানার এসআই ওসমান গনি জানান।

নিহতরা হলেন- গ্রামের প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়ির আবুল কালাম হাওলাদার (৭০) এবং তার ছেলে কামরুল ইসলাম হায়দার (৪৩)।

পরিবারের বরাতে এসআই ওসমান জানান, কয়েকদিন আগে কামরুল বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করেন। ট্যাংকের সেন্টারিং খোলার জন্য তিনি সেখানে জমে থাকা পানি বালতি দিয়ে পরিষ্কার করছিলেন।

একপর্যায়ে বালতি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ওই বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে কামরুল অজ্ঞান হয়ে পড়েন। এটা দেখে ছেলেকে উদ্ধারের জন্য বাবাও ট্যাংকে নেমে পড়েন। তখন তিনিও জ্ঞান হারান।

পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এসআই আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

সূত্র : বিডিক্রাইম