ঝালকাঠির মহাসড়ক থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার News News Desk প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশাল- ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি এলাকা থেকে আব্দুল জলিল (৬৩) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) সকালে খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ কানুদাসকাঠি এলাকায় সিদ্দিকের ‘স’ মিলের সামনে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত জলিল হাওলাদার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া এলাকার মৃত হাসানের ছেলে। পুলিশ জানায়, সকাল ৫টা থেকে ৬টার মধ্যে যে কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় আবুল জলিল নিহত হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং যে কোনো সময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে সারারাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। মৃতের পরিবার জানায়, আব্দুল জলিল গত তিন বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তার চিকিৎসা চলছিল। প্রায়ই তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও কোনো অভিযোগ না থাকায় আব্দুল জলিলের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: