ডেঙ্গু প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে পথসভা ও লিফলেট বিতরণ

News News

Desk

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

অনলাইন ডেস্ক : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে দুটি বাস টার্মিনালে প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় পথসভাসহ লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় নগরীর রূপাতলী বাস টার্মিনালে পথসভা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ।

এ সময় তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং দিনে কিংবা রাতে মশারি টাঙিয়ে ঘুমানোসহ নানা পরামর্শমূলক বক্তব্য দেন।

পথসভা শেষে টার্মিনালের শ্রমিক, দোকানি ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

লিফলেট বিতরণকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাবেদ হোসেন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে একইভাবে পথসভাসহ লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন