নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিএনপি‘র মানববন্ধন অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৩

অনলাইন ডেস্ক : বিএনপির গ্রেপ্তার কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

এছাড়া একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে পৃথক কর্মসূচি পালন করেন তারা।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধন জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতারা অংশ নেন। মানববন্ধন শেষে নেতারা বিএনপির বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এছাড়া একই সময়ে যুবদলের বরিশাল বিভাগীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জেলা যুবদল।

বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে মিছির বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি করেন তারা।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড