ডাকাতি হওয়া কোটি টাকার সিগারেট উদ্ধার, গ্রেপ্তার ৩

News News

Desk

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৩

অনলাইন ডেস্ক : জেলায় ডাকাতি হওয়া কোটি টাকার সিগারেট উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বরিশাল মে‌ট্রোপ‌লিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়‌টি জানিয়েছেন পু‌লিশ কমিশনার সাইফুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ছইলা বুনিয়া গ্রামের আব্দুস সাত্তার মৃধার ছেলে ইয়াকুব মৃধা (৪০), একই জেলার গলাচিপা উপজেলার দুলাল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৭) ও বরগুনা জেলার আমতলী উপজেলার টিয়াখালী গ্রামের নিজাম শরীফের ছেলে মুছা শরীফ (১৯)।

পু‌লিশ কমিশনার জানান, রোববার (১৩ আগস্ট) গভীর রাতে বরিশাল এয়ার‌পোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের প্রতাপপুরে ইয়াসিন কাজীর বাড়িতে সিগারেট কোম্পানির গোডাউনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ওই রাতে গোডাউনে কর্তব্যরত দারোয়ান মো. আনোয়ার, স্বপন ও ইমরান শরীফকে বেঁধে ১৫ লাখ ৪০ হাজার ৬০০ শলাকা সিগারেট নিয়ে যায় ডাকাত দল। সিগারেটগুলোর দাম এক কোটি তিন লাখ টাকা।

তিনি জানান, ডাকাতির খবর পেয়ে অভিযানে নামে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। প‌রে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় ওই ডাকাত দলের তিন সদস্য। এ সময় ট্রাক ভর্তি সিগারেট উদ্ধার করে তারা।

তিনি আরও জানান, এ ঘটনায় মোট ১০ জন জড়িত বলে জানিয়েছে গ্রেপ্তার তিন আসামি। বাকিদের ধরতে অভিযান চলমান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই কমিশনার বলেন, গ্রেপ্তার ডাকাতদের মধ্যে ইয়াকু‌বের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি প‌রোয়ানা রয়েছে। ডাকাতির ঘটনার পর ৯/১০ জন‌ অজ্ঞাত ব্যক্তিকে বিবাদী ক‌রে এয়ার‌পোর্ট থানায় মামলা দায়ের করেছেন জেটিআই ওয়ার হাউজ ইনচার্জ শফিকুল ইসলাম কাদের।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম