আবারও বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে ভিয়েনা News News Desk প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২৩ অনলাইন ডেস্ক : আবারও বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শহরটিকে সাধারণত ‘সিটি অব ড্রিম’ নামে ডাকা হয়ে থাকে। ১৭৩টি শহরের র্যাঙ্কিংয়ে ১৬৬ নম্বরে অবস্থান করছে ঢাকা। সম্প্রতি ২০২৩ সালের বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ)। আর এই তালিকায় ফের শীর্ষস্থান দখল করেছে ভিয়েনা। দ্য ইকোনোমিস্টের সহযোগী সংগঠনের করা এই তালিকায় মোট ১৭৩ শহর স্থান পেয়েছে। তারা স্বাস্থ্য সেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো ও পরিবেশগত বিষয় বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করেছে। বিশ্বস্ত অবকাঠামো, দারুণ সংস্কৃতি, বিনোদন, শান্তিপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিবেচনায় সবার শীর্ষে রয়েছে ভিয়েনা। গত কয়েক বছর ধরে ভিয়েনা এই তালিকায় শীর্ষ জায়গা দখল করে আছে। তার পরেই দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্কের কোপেনহেগেন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিও বসবাসযোগ্য শহরের তালিকায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থস্থানে অবস্থান করছে। তালিকায় শেষের দিকে আছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া ও ইউক্রেনের শহরের সঙ্গে আছে ঢাকাও। শেষ দিক থেকে যথাক্রমে ক্যামেরুনের দৌয়ালা, ইউক্রেনের কিয়েভ, যৌথভাবে জিম্বাবুয়ের হারারে ও বাংলাদেশের ঢাকা, পাপুয়া নিউ গিনির পোর্ট মোর্সবি, পাকিস্তানের করাচি, নাইজেরিয়ার লাগোস, আলজেরিয়ার আলজিয়ার্স, লিবিয়ার ত্রিপোলি ও সিরিয়ার দামেস্ক। সূত্র: বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: