১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩ ছবি : সাজ্জাদ হোসেন হৃদয় অনলাইন ডেস্ক : সারা দেশে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে পদযাত্রা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে শুক্রবার (১৬ জুন) বেল সোয়া ১১টায় নগরের সদর রোড থেকে পদযাত্রা শুরু হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা সদর রোডের দলীয় কার্যালয়ে মিছিল নিয়ে আসতে শুরু করে। এখানে মহানগরের ত্রিশটি ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা অংশ নেন। বিএনপির কর্মসূচি ঘিরে নগরীর সদর রোড ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পদযাত্রাটি নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরোডের মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কে এম শহীদুল্লাহ প্রমুখ। পদযাত্রায় বিএনপি নেতারা বলেন, আগের দিনের মতো মানুষ হারিকেন কিনছে, হারিকেন খুঁজে পাচ্ছে না, বর্তমানে মোমবাতির কদর বেড়ে গিয়েছে। বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির জন্য আজকে এই অবস্থা হয়েছে। এই পদযাত্রার মাধ্যমে আমরা এই সরকারকে হটাবো এবং নির্দলীয় সরকার বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরে যাবো। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES রাজনীতি বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড