বরিশালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

News News

Desk

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩
ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়

অনলাইন ডেস্ক : ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

বুধবার (৭ বুধবার) সকাল ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।

প্রথমে ফুল দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

পরে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালকুদার মো. ইউনুসসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন