নওগাঁর মহাদেবপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

News News

Desk

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

অনলাইন ডেস্ক : নওগাঁর মহাদেবপুর উপজেলার (নওগাঁ-রাজশাহী মহাসড়কের) বাগাচারা নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী নিহত হয়েছেন। সোমবার (০৫ জুন) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- সিএনজি চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের গাজী সরদারের ছেলে পাপ্পু সরদার (৪৫), সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে নাজমুল হক (২২), সিরাজগঞ্জ সদরের শাতিকাবাড়ী এলাকার জব্বার চৌধুররীর ছেলে তানভির রহমান (৪২) এবং অজ্ঞাতনামা একজন (৩৫)।

নওগাঁ ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপ-পরিচালক মাহমুদুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দুপুর দেড়টায় ঘটনাস্থল আসি। এসে দেখি সিএনজিটি দুমড়ে মুচড়ে আছে। পরে একে একে সিএনজির ভিতর থেকে সিএনজির চালকসহ ৪ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে নওগাঁ অভিমুখে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে সিএনজির চালকসহ চার যাত্রী নিহত হয়।

এ ঘটনায় গুরুত্বর আহতাবস্থায় সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার রাকিবুল হাসান নামের একজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, নিহত চারজনের মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও পর্যন্ত নিহতদের স্বজনরা এসে পৌছায়নি। এজন্য সিরাজগঞ্জ থেকে নিহতরা কেন নওগাঁর মহাদেবপুরে এসেছিলো সে সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

তিনি বলেন, দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকটি বর্তমানে মহাদেবপুর থানা হেফাজতে আছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন