বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ News News Desk প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশালে অভিযান চালিয়ে ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল নগরের কবি জীবনানন্দ দাশ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় এক মিনি ট্রাক ভর্তি ৫০ বস্তা নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়। এই পণ্য ঢাকার নবাবগঞ্জের নাম সর্বস্ব কারখানা থেকে বরিশালে ব্যবসার উদ্দেশে নিয়ে আসে এক ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়ী জানান, তিনি জানেন না এই পণ্যগুলো নকল কিনা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, বাজারে রিন নামে ওয়াশিং পাউডার রয়েছে। ঠিক তাদের প্যাকেটের আদলে রিম নামে ডিটারজেন্টের এ প্যাকেট গুলো। আইন অনুযায়ী এগুলো অবৈধ। তবে এর উৎপাদন স্থলের সন্ধান না পাওয়া যাওয়ায় আমরা সেখানে যেতে পারিনি। তবে যে এনেছে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা সহযোগীতা করেন। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আইন আদালত বিষয়: