বরিশালের মেহেন্দিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাতার মৃত্যু

News News

Desk

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে বজ্রপাতে শ্বশুর-জামাতা নিহত হয়েছেন। রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই উপজেলার চরলতা গ্রামের শহীদ বিশ্বাস এবং তার জামাতা রাসেল ব্যাপারী।

মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চরলতা গ্রামের শহীদ বিশ্বাস এবং তার জামাতা রাসেল ব্যাপারীসহ অন্য জেলেরা রবিবার (২৬ মার্চ) রাতে গজারিয়া নদীতে মাছ শিকার করছিল।

রাত ৩টার দিকে বজ্রপাতে শ্বশুর ও জামাত নিহত হয়। খবর পেয়ে নৌ-পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন