দুই শিক্ষার্থী হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন

News News

Desk

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩
ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলার ইদ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ মোস্তফা আনসারী ও মারুফ হোসেন বাপ্পীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে শনিবার (২৫ মার্চ) দুপুর দেড়টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নাফিজের মা নার্গিস বেগম, বোন মার্জিয়া আক্তার, মামা নুরুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফ হোসেন ও মো. ঈমনসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা দুই শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত কিশোর সন্ত্রাসী গ্যাংয়ের ফাঁসির দাবি জানান।

মানববন্ধনের আগে একই দাবিতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল সদর রোড থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গত ২২ মার্চ পটুয়াখালীর বাউফলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ওই ২ স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন