ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় এক যুবকের মৃত্যু News News Desk প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ অনলাইন ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় রেজাউল ইসলাম রাহাত (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের কাশিপুরস্থ দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম রাহাত বরিশাল নগরের ৩ নম্বর ওয়ার্ডের মতাশার এলাকার বাসিন্দা রহিম মল্লিকের ছেলে। পাশাপাশি তিনি একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন নিহতের ভাই নাজমুল ইসলাম। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস যাত্রীদের নিয়ে ঢাকার দিক থেকে বরিশালের চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের সামনের সড়ক অতিক্রমকালে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এতে ওই মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং এর চালক গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহত রেজাউলের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে পাঠানো হয়েছে। পুলিশ ও স্বজনরা এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছেন। এদিকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, এ ঘটনার পর গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে আটক করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি,পাশাপাশি মোটরসাইকেলটিও পুলিশের হেফাজতে রয়েছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড