খুলনাকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল News News Desk প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩ অনলাইন ডেস্ক : বিপিএলের ৩৩তম ম্যাচে পাকিস্তানি তারকা ইফতিখার আহমেদের ফিফটিতে খুলনা টাইগার্সের সামনে ১৯৫ রানের বড় লক্ষ্য ছুড়ে দিল ফরচুন বরিশাল। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে বরিশাল। ব্যাটিংয়ে নেমে বরিশালের দুই ওপেনার আনামুল হক ও ফজলে মাহমুদের উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ব্যক্তিগত ১২ রানে আনামুল বিদায় নিলে ভাঙে এই জুটি। তবে এরপর ইব্রাহীম জাদরানকে নিয়ে ফজলে মাহমুদ সেই ধাক্কা সামাল দেন। হাসান মুরাদের বলে আউট হওয়ার আগে মাহমুদের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৯ রান। জাদরান অবশ্য তেমন সুবিধা করতে পারেননি। ২৩ বলে ঠিক ২৩ রান করে বিদায় নেন এই আফগান ব্যাটার। এরপর সাকিব ও ইফতিখার আহমেদ মিলে গড়েন ৫২ রানের জুটি। দলকে দেড়শোর কাছাকাছি রেখে বিদায় নেন সাকিব আল হাসান। ২১ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৬ রান করেন বরিশাল অধিনায়ক। সাকিব বিদায় নিলেও আগ্রাসন চালিয়ে যান ইফতিখার। দারুণ সব শটে ৩০ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত থাকেন ইফতিখার; হাঁকান ৩টি করে চার ও ছক্কা। এছাড়া ৮ বলে ১৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন করিম জানাত। খুলনার পক্ষে বল হাতে ৩ উইকেট নিয়েছেন পল ফন মিকেরেন। এছাড়া নাহিদুল ইসলাম ও হাসান মাহমুদ। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES খেলাধুলা বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড