বাংলাদেশ-ভারত একে অপরের দায়িত্বশীল প্রতিবেশী : ভূমিমন্ত্রী News News Desk প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩ অনলাইন ডেস্ক : বাংলাদেশ-ভারত একে অপরের দায়িত্বশীল প্রতিবেশী, পরীক্ষিত বন্ধু। দুই দেশের সংস্কৃতিগতভাবে যেমন মিল রয়েছে, তেমনি খাবার এবং আচার-আচরণেও অনেক মিল রয়েছে। দুই দেশ বন্ধুত্বের সোনালী অধ্যায় অতিক্রম করছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। রেডিসন ব্লু-বে ভিউ হোটেলে ভারতীয় সহকারি হাই কমিশনের আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরিন আখতার, এবিএম ফজলে কবির চৌধুরী, এমএ লতিফ, নজরুল ইসলাম, খাদিজাতুন আনোয়ার সনি, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম শাহ জাহান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়সহ চট্টগ্রামের রাজনীতিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজন। সূচনা বক্তব্যে সহকারি হাই কমিশনার ডা. রাজিব রঞ্জন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে স্বাধীন ভারতে গণতন্ত্র পেয়েছি। আমরা গণতন্ত্র রক্ষায় যেমন অগ্রণী ভূমিকা পালন করি। একইভাবে প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষায় সর্বাত্মক সচেতন থাকি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড