উপহারে উচ্ছ্বসিত বিটিসিএ পরিবার

News News

Desk

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : সংগঠনের সদস্যদের শীতবস্ত্র উপহার দিয়েছে বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিসিএ)।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে নগরীর সদর রোডের একটি জাতীয় দৈনিক পত্রিকা কার্যালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই শীতবস্ত্র বিতরন করা হয়।

এ সময় সাংবাদিক ইউনয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন ও সাধারন সম্পাদক বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ,

সহসভাপতি রাহাত খান, সুকান্ত অপি, বিটিসিএ সভাপতি গোবিন্দ সাহা ও সাধারন সম্পাক শাহিন হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিটিসিএ’র ১৫ সদস্যের মাঝে সংগঠনের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র (হুডি) উপহার দেয়া হয়। সদস্যদের কল্যানে এই সংগঠনটি আগামীতেও যথাযথ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন অতিথিরা।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড