জনগণের অধিকার নিশ্চিত করতেই বিএনপির আন্দোলন : গয়েশ্বর News News Desk প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩ অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের লক্ষ্য আন্দোলন করে ক্ষমতায় যাওয়া নয়, জনগণের অধিকার রক্ষা করে দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। তিনি বলেন, আমরা আন্দোলনের জন্য ১০ দফা দিয়েছি, এই ১০ দফার মধ্যেই রয়েছে কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে তার রূপরেখা। আর ২৭ দফার মধ্যে রয়েছে রাষ্ট্র কাঠামো মেরামত। অর্থাৎ কিভাবে বাংলাদেশকে একটা পরিপূর্ণ রাষ্ট্র হিসেবে গঠন করা যায়। শনিবার (৭ জানুয়ারি) নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আন্দোলনের ১০ দফা আর রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফার ব্যাখ্যা ও বিশ্লেষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোহন, ইউনুস মৃধা, আ ন ম সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, মনির হোসেন চেয়ারম্যান, লিটন মাহমুদ, আকবর হোসেন নান্টু ভূঁইয়া সহ বিএনপি থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, মানুষ গণতন্ত্রহীন হয়ে পড়ছে। মানুষ তার অধিকার বঞ্চিত হয়ে পড়েছে। এজন্যই জনগণের মধ্যে আজ এই আওয়ামী সরকারের প্রতি ক্ষোভ সৃষ্টি হয়েছে। মানুষ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী বলেছেন, আওয়ামী দুঃশাসনে সারা দেশের মানুষ আজ অতিষ্ঠ। ইনশাআল্লাহ খুব দ্রুতই এক দফার ডাক আসবে, স্বৈরাচারী আওয়ামী সরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার কায়েম করার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: