করোনা : দেশে মৃত্যু শুন্য, শনাক্ত ২২

News News

Desk

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ের মধ্যে কোভিডে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৩টি নমুনা পরীক্ষা করে নতুন ২২ জন রোগী শনাক্ত হয়। তাতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ০৩ শতাংশে। আগের দিন এই হার ০ দশমিক ৭৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৮৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৩৯ জন রয়েছে।

এদিকে, ২৪ ঘণ্টায় ৭৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ৬০৩ জন।

একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১১ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া নরসিংদী জেলায় একজন, চট্টগ্রাম জেলায় দুইজন, কক্সবাজার জেলায় একজন, নওগাঁ জেলায় একজন, জয়পুরহাট জেলায় দুইজন এবং সিলেট জেলায় ৪ রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

সূত্র : দেশ রূপান্তর