বাতি নেভার আগে যেমন জ্বলে উঠে, এই সরকারের অবস্থা তেমনি: গয়েশ্বর

News News

Desk

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

অনলাইন ডেস্ক : বর্তমান সরকারকে নির্বাসনের পর আগামী নির্বাচনের কথা ভাবা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সম্প্রতি পঞ্চগড়ে পুলিশ ও বিএনপির সংঘর্ষে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, জনগণের শক্তির সামনে কোনো শক্তি টিকতে পারেনি। সফল হয়নি। এই সরকারও যাবে সময়ের ব্যাপার মাত্র। যেতে হবে। তাদের থাকার আর কোন সুযোগ নেই। সাধারণত বাতি যেমন নেভার আগে জ্বলে উঠে এই সরকারের অবস্থা তেমনি।

আরেকটু নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে আরো কিছুদিন যদি থাকা যায় এই চিন্তা তাদের। কিন্তু নির্যাতনের মাত্রা যত বাড়তে তাদের যাওয়ার পথ তত প্রসারিত হবে।

পরে সেখানে এক প্রতিবাদ সভায় যোগ দেন তিনি। এসময় অন্যদের মধ্যে বিএনপির জাতীয় জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ও জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন